চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৪টি ওয়ার্ডে আওয়ামী লীগ নেতা মোখলেসুর রহমানের ঈদ সামগ্রী বিতরণ


পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় করোনায় কর্মহীন অসহায় দুস্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করছেন স্থানীয় আওয়ামী লীগ নেতা ও পরিবহন ব্যবসায়ী মোখলেসুর রহমান।
মঙ্গলবার বিকালে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৯, ১০,১১ ও ১২ নম্বর ওয়ার্ডে প্রায় চার হাজার পরিবারকে ঈদ সামগ্রী তুলে দেয়া হয়। এসময় চাঁপাইনবাবগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি শরিফুল আলম, সহ-সভাপতি আব্দুল জলিল,জেলা আওয়ামী লীগের সদস্য ও জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক শহীদুল হুদা অলকসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ঈদকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৫টি ওয়ার্ডে ১৫ হাজার পরিবারকে ঈদ সামগ্রী প্রদান করা হচ্ছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১১ মে ২০২১