লকডাউনের প্রথম দিনেই ১১২ জনকে ৯০ হাজার টাকা জরিমানা


চাঁপাইনবাবগঞ্জের উদ্বেগজনক করোনা পরিস্থিতি মোকাবেলায় স্থানীয় প্রশাসনের ঘোষণা করা বিশেষ লকডাউনের প্রথম দিনেই জেলাজুড়ে পরিচালিত মেবাইল কোর্ট মোট ১১২ টি মামলায় ৮৮ হাজার ৮০০ টাকা অর্থদন্ড প্রদান করেছে।
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন সূত্র জানিয়েছে, মঙ্গলবার দিনভর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে করোনা সচেতনতা সৃষ্টি ও স্বাস্থ্য বিধি অনুসরণ নিশ্চিত করার লক্ষ্যে মোবাইল কোর্ট পরিচালিত হয়। এসময় মাস্ক পরিধান না করাসহ স্বাস্থ্যবিধি অমান্য করার দায়ে ১১২টি মামলা হয়। এতে মোবাইল কোর্ট ৮৮ হাজার ৮০০ টাকা অর্থদন্ড প্রদান করে। অর্থদন্ড প্রদানগুলোর মধ্যে রয়েছে, চাঁপাইনবাবগঞ্জ সদরে ৬৪ মামলায় ৬০ হাজার ৩০০ টাকা, শিবগঞ্জে ৪টি মামলায় ১ হাজার ৩০০ টাকা, নাচোলে ১৯ মামলায় ৪ হাজার ৯০০ টাকা, ভোলাহাটে ৭ মামলায় ৮ হাজার ৫০০ টাকা এবং গোমস্তাপুরে ১৮ মামলায় ১৩ হাজার ৮০০ টাকা।
করোনা সংক্রমণ নিয়ন্ত্রণ করতে মোবাইল কোর্ট পরিচালনা অব্যহত থাকবে বলে জানানো হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৫ মে, ২০২১