চাঁপাইনবাবগঞ্জে পৃথক পৃথক বজ্রপাতে প্রাণ গেল তিন শিশুসহ ৪ জনের


চাঁপাইনবাবগঞ্জ সদর ও গোমস্তাপুর উপজেলায় সোমবার পৃথক পৃথক বজ্রপাতের ঘটনায় তিন শিশুসহ ৪ জন মারা গেছে। বিকেল সাড়ে ৩টার দিকে  ঝড় ও বৃষ্টির সময় এই ঘটনা ঘটে।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মৌদুদ আহমেদ খাঁ জানান, সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের নামোহড়মা গ্রামের এনামুল হকের ছেলে রবিউল ইসলাম (২৭) বৃষ্টির সময় বাড়ির বাইরে থাকা মহিষ আনতে গিয়ে এবং সুন্দরপুর ইউনিয়নের সাবানিয়া গ্রামের শরিফুল ইসলামের ছেলে আল আমীন (১২) বাগানে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে ঘটনাস্থলে মারা যায়।
এদিকে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ দিলীপ কুমার দাস জানান, ঝড় বৃষ্টির সময় বজ্রপাত হলে বাগানে আম কুড়াতে যাওয়া রহনপুরের হুজরাপুরে বিপ্লব আলীর মেয়ে খুশি (১২) ও গোমস্তাপুরের লালকোপড়া গ্রামের নাজমুল ইসলামের মেয়ে সাদিয়া (১০) আহত হয়। দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তারা মারা যায়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৪ মে ২০২১