সাংবাদিক তারেক রহমান রামেকে ভর্তি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ প্রেসকাবের প্রচার-দফতর সম্পাদক ও মোহনা টিভির জেলা প্রতিনিধি তারেক রহমান ডায়াবেটিস এবং হার্টের অসুখে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার রাত ১০টার দিকে শিবগঞ্জ পৌর এলাকার স্বর্ণকারপট্টির বাসায় হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলে তাকে জরুরী ভিত্তিতে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার প্রেরণ করা হয়। দায়িত্বরত চিকিৎসকরা জানায়, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি বর্তমানে সুস্থ্য আছেন। তারেক রহমান সকলের কাছে দোয়া চেয়েছেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ১০ এপ্রিল ২০২১