চাঁপাইনবাবগঞ্জে নতুন করে আরো ৪ জনের দেহে করোনা শনাক্ত
চাঁপাইনবাবগঞ্জে নতুন করে ৪ জনের শরীরে করোনাভাইরাসে (কোভিড-১৯) শনাক্ত হয়েছেন। নতুন শনাক্তদের মধ্যে ৪ জনেই চাঁপাইনবাবগঞ্জের
শিবগঞ্জ উপজেলার বাসিন্দা।
সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, শনিবার রাতে রাজশাহী মেডিক্যাল কলেজ ল্যাব থেকে আসা ১২ টি নমূনার পরীায় ৪ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত পাওয়া গেছে। সিভিল সার্জন আরও জানান, এনিয়ে জেলায় ৮৭৬ শনাক্ত হলেন। এদের মধ্যে সূস্থ হয়েছেন ৮১৬ জন। মারা গেছেন ১৪ জন । জেলায় চিকিৎসাধীন রোগি এখন ৪৬ জন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১০ এপ্রিল ২০২১