২৪ ঘন্টায় আবারো চাঁপাইনবাবগঞ্জে নতুন করে ৯ জনের শরীরে করোনাভাইরাসে (কোভিড-১৯) শনাক্ত হয়েছেন। করোনার দ্বিতীয় ঢেউয়ে নতুন করে আক্রান্ত ৯ জনের মধ্যে ৫ জন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ও ৪ জন শিবগঞ্জ উপজেলার বাসিন্দা। এদের মধ্যে ৬ জন পুরুষ ও ৩ জন নারী রয়েছেন।
এর আগে গতকাল ( শুক্রবার) রাতে ১৭ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত পাওয়া গেছে।
জেলাজুড়ে বর্তমানে আক্রান্ত মোট ১১৪ জন রোগীর মধ্যে ৮৮ জনই সদরের।
সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, শনিবার রাতে রাজশাহী মেডিক্যাল কলেজ ল্যাব থেকে আসা ২৭ টি নমূনার পরীায় ০৯ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত পাওয়া গেছে। সিভিল সার্জন আরও জানান, এনিয়ে জেলায় ৯৪৫ শনাক্ত হলেন। এদের মধ্যে সূস্থ হয়েছেন ৮১৬ জন। তিনি আরো জানান, এনিয়ে জেলায় মারা গেছেন ১৫ জন । জেলায় চিকিৎসাধীন রোগি এখন ১১৪ জন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৪ এপ্রিল ২০২১
চাঁপাইনবাবগঞ্জে নতুন করে ৯ জনের করোনা শনাক্ত