চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভারত থেকে ফেরত আসা ৫০ বছর বয়সী একজন কোভিড-১৯ শনাক্ত হয়েছেন। শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করে তার রিপোর্ট পজিটিভ আসে। শনাক্ত ব্যক্তি গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের।
গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও করোনা মনিটরিং কর্মকর্তা ডা. হাসান আলি জানান, আক্রান্ত ব্যক্তি গত ১৮ এপ্রিল পার্শ্ববর্তী দেশ ভারতে থেকে দেশে ফিরে আসেন। দেশে আসার পর থেকে জ্বর ও কাশিতে ভুগছিলেন। শনিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট কললে তার পজিটিভ রিপোর্ট আসে। তাকে চিকিৎসাসহ নিজ বাড়িতে আইসোলেশনে থাকতে বলা হয়েছে।
সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, গোমস্তাপুরে ৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ভারত থেকে আসা একজনসহ গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র্যাপিড অ্যান্টিজেন টেস্টে ৩ জন ও পিসিআর ল্যাবে একজনের করোনা শনাক্ত করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৪ এপ্রিল ২০২১
ভারত থেকে আসা একজনসহ গোমস্তাপুরে ৪ জন করোনা শনাক্ত