আন্তর্জাতিক নারী দিবস উপলে সোমবার চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা র্যালি ও সমাবেশ কর্মসূচী পালন করেছে। সকালে পৌরসভার চলমান ইউজিপ-৩ প্রকল্পের সহযোগিতায় পৌরসভার সামনে থেকে একটি র্যালিটি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদণি করে একই স্থানে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র নজরুল ইসলাম, পৌর নারী ও শিশু বিষয়ক স্থায়ী কমিটি সভাপতি কাউন্সিলর সিদ্দিকা সিরাজুম মনিরা। এ সময় উপস্থিত ছিলেন কাউন্সিলর মাসকুরা খাতুন, আনোয়ারা বেগম পলি, জিয়াউর রহমান আরমান, এনামুল হক, আব্দুল বারেক, আফজাল হোসেন পিন্টু, সচিব মামুনুর রশিদ, সহকারী প্রকৌশলী রোকনুজ্জামান, পৌর চিকিৎসক ওয়ালিউল ইসলাম খান।
সমাবেশে বক্তরা নারী মুক্তির পথিকৃত বেগম রোকেয়া’র কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন। তারা নারী অধিকারের বিষয়গুলো শুধু এই একটি দিনের মধ্যে সীমাবদ্ধ না রেখে প্রতিটি দিন সমাজের সকল েেত্র প্রতিফলনের উপর জোর দেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজহস্ব প্রতিবেদক/ ০৮ মার্চ ২০২১
আন্তর্জাতিক নারী দিবস উপলে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার র্যালি ও সমাবেশ