শিবগঞ্জে মৎস্যচাষ সহায়ক সম্প্রসারণ উপকরণ বিতরণ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ইউনিয়ন পর্যায়ে মৎস্যচাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ (২য় পর্যায়) প্রকল্পের আওতায় আরডি ও এফএফ চাষিদের প্রশিণ, মৎস্যচাষ সহায়ক সম্প্রসারণ উপকরণ বিতরণ ও লিফদের মাসিক সভা অনুষ্ঠিত হয়।
সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা মৎস্য অফিস। অনুষ্ঠানে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ড. আবু বক্কর ছিদ্দিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা মৎস্য কর্মকর্তা ড. আমিমুল এহ্সান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল-রাব্বি, সংশ্লিষ্ট প্রকল্পের উপপ্রকল্প পরিচালকসহ অন্যরা। অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়নের মৎস্য চাষীরা উপস্থতি ছিলেন। শেষে চাষীদের মাঝে মৎস্যচাষ সহায়ক সম্প্রসারণ উপকরণ বিতরণ করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ০৮ মার্চ ২০২১