চাঁপাইনবাবগঞ্জে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে নানান কর্মসুচি পালিত হয়েছে। সকালে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ মোড়স্থ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে মুক্তিযোদ্ধা সংসদ, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন।
জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা প্রশাসক তাজকির উজ জামান, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পুলিশ সুপার এএইচএম আবদুর রাকিব বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন।
এদিকে আওয়ামী লীগ সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে শহরে একটি র্যালি করে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ অর্পণ করে।
এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অন্যদিকে বিকালে ঐতিহাসিক ৭ মার্চ উপলে জেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু মঞ্চে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শেষে গম্ভীরা গানের আয়োজন করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৭ মার্চ ২০২১
চাঁপাইনবাবগঞ্জে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত