চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা প্রশাসন উদ্যোগে ঐতিহাসিক ৭ই মার্চ দিবস ২০২১ উদযাপন উপলে সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল-রাব্বি, উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, পৌরসভার নবনির্বাচিত মেয়র সৈয়দ মনিরুল ইসলাম পুষ্পমাল্য অর্পণ করেন। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল-রাব্বির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। এ সময় সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৭ মার্চ ২০২১
শিবগঞ্জ ঐতিহাসিক ৭ই মার্চ দিবস উদযাপন