চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত


‘করোনাকালে নারীর নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব’ এই প্রতিপাদ্যে সামনে রেখে সোমবার চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। সকালে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু মঞ্চে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সাহিদা আখতারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক একেএম তাজকির উজ জামান, চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সুলতানা রাজিয়া, চাঁপাইনবাবগঞ্জ মহিলা সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মনোয়ার খাতুন, জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান অ্যাড. ইয়াসমিন সুলতানা রুমা, জেলা পরিষদের সদস্য সান্তনা হক, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আখতার।


অপার দিকে সচেতন নাগরিক কমিটি (সনাক), চাঁপাইনবাবগঞ্জ এর উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলে বিকালে সনাক কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সনাক সভাপতি সাইফুল ইসলাম রেজার সভাপতিত্বে আলোচনা সভায়
বক্তব্য রাখেন নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্য প্রফেসর ড. শংকর কুমার কুন্ডু, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের দর্শন বিভাগের প্রভাষক মানসুরা খাতুন, সনাক সহসভাপতি রাইহানুল ইসলাম লুনা। দিবসটি উপলে টিআইবি’র বিভিন্ন দাবি সম্বলিত ধারণাপত্র উপস্থাপন করেন সনাক সহসভাপতি উম্মে সালমা হ্যাপি।
এদিকে একই সময়  নবাবগঞ্জ সরকারি কলেজের শহীদ মিনার প্রাঙ্গণে আলোচনা সভার আয়োজন করে নারীদের সংগঠন ‘জাগো নারী বহ্নিশিখা’। সংগঠনের আহ্বায়ক ফারুকা বেগমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন নবাবগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্য প্রফেসর সুলতানা রাজিয়া, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সদস্য ইসরাইল সেন্টু, নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক শাহানাজ বেগম, বাবুডাইং আদিবাসী আলোর পাঠশালার সহকারী শিক শিরিনা খাতুন, চাঁপাইনবাবগঞ্জ জুডো কারাতে একাডেমির শিার্থী তাহসিন মিম, ফাওজিয়া আবিদা, চাঁপাইনবাবগঞ্জে প্রথম আলো বন্ধুসভার সভাপতি ওজিফা খাতুন, সহসভাপতি মারিয়া হাসান। কবিতা আবৃত্তি করেন বন্ধুসভার উপদেষ্টা আজিজুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব মনোয়ারা খাতুন। শেষে জাতীয় পর্যায়ে স্বর্ণপদক পাওয়া কারাতে একাডেমির আটজন সদস্যকে ফুল দিয়ে সংবর্ধনা দেয়া হয়।
আমাদের গোমস্তাপুর প্রতিবেদক জানান, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। সকালে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় একটি র‌্যালি উপজেলা চত্বর থেকে বের হয়ে রহনপুর পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদণি করে। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমানের  সভাপতিত্বে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার নজির, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বরুণ কুমার পাল, উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ হোসেন, জেলা পরিষদ সদস্য ও নারী নেত্রী হালিমা খাতুন, উপজেলা প্রেসকাবের সভাপতি আতিকুল ইসলাম আজম।
সভায় নারী দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তারা নারীর ক্ষমতায়ন সৃষ্টিসহ বাল্যবিয়ে রোধে সবাইকে একযোগে কাজ করার আহবান জানানো হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৮ মার্চ ২০২১