দুই বছর হতে বন্ধ থাকা ড্রেন পরিস্কার করলো বালিয়াঘাট্টা ইয়াং জেনারেশন


দুই বছর হতে ড্রেনটি কাদা-মাটিতে বন্ধ হয়ে ছিলো। পানি ড্রেনে যেতে না পেরে পাকা সড়কের পাশে জমে থাকে। নির্বাচিত চেয়ারম্যান-মেম্বারকে বলেও প্রতিকার না হওয়ায় এলাকার যুবসমাজ স্বেচ্ছায় ড্রেন পরিস্কারের কাজে নেমে পড়ে। রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার বাসুদেবপুর ইউনিয়নের বালিয়াঘাট্টা গ্রামে এ দৃশ্য চোখে পড়ে আমাদের প্রতিনিধির। সোমবার সকাল ৯টায় গিয়ে দেখা গেছে-চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কের বালিয়াঘাট্টা বাস স্ট্যান্ডের পশ্চিম পাশে বালিয়াঘাট্টা প্রগতি সংঘের সামনে একটি ড্রেন পরিস্কার করছে এলাকার কয়েকজন যুবক। তাদের জিজ্ঞাসা করলে রনি নামের এক যুবক এগিয়ে এসে বলেন, এলাকার নির্বাচিত মেম্বারকে বলে প্রতিকার না পেয়ে নিজেরাই তা পরিস্কার করার উদ্যোগ গ্রহন করেছে। রনি বলেন, গ্রামের যুবকদের নিয়ে ‘বালিয়াঘাট্টা ইয়াং জেনারেশন’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের ব্যানারে তারা গ্রামের বিভিন্ন উন্নয়নে কাজ করছে। উপজেলার অন্যতম খেলার মাঠ বালিয়াঘাট্টা ফুটবল মাঠে খেলার আয়োজন করাসহ গ্রামকে মাদক ও বাল্যবিবাহমুক্ত করতে তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এলাকার বিত্তমান কয়েকজন সমাজসেবকের সহায়তায় তারা এলাকার কিছু অসহায় ব্যক্তিকে স্বাবলম্বী করে তুলেছেন। কন্যাদায়গ্রস্থ পরিবারকেও তারা সহযোগিতা করে থাকেন। অসুস্থ রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়া, রক্ত দেওয়া থেকে শুরু করে বিভিন্ন জনহিতকর কাজও তারা করছেন বলে জানান রনি। বালিয়াঘাট্টা গ্রামের এক বৃদ্ধ নাম প্রকাশ না করার শর্তে বলেন, এলাকার ধনীরা যা করতে পারেনি, তা করছে আমাদের সন্তানেরা। তা সম্ভব হয়েছে তাদের ঐক্য থাকার কারণে। তিনি বলেন, তাদের কারণেই বালিয়াঘাট্টা গ্রাম অনেকটা মাদকমুক্ত। তাদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিতে তিনি বয়স্কদের আহবান জানান।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৮ মার্চ ২০২১