চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারের এক কয়েদির মৃত্যু


চাঁপাইনবাবগঞ্জে অসুস্থ হয়ে সদর হাসপাতালে মুরশেদ আলী নামের এক কয়েদির মৃত্যু হয়েছে। মারা যাওয়া মুরশেদ আলী চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার বীরেশ্বরপুর গ্রামের আরশেদ আলী ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ জেল সুপার মজিবুর রহমান মজুমদার জানান, মঙ্গলবার সকাল সোয়া ৬ টার দিকে মুরশেদ আলী অসুস্থ হলে তাকে প্রথমে কারাগারের মেডিক্যালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে দ্রুত চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে সোয়া ৭টার দিকে ভর্তি করা হয়। সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৭টা ৫৫ মিনিটে সে মারা যায়।
জেল সুপার জানান, মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালত মুরশেদকে ৬ মাসের কারাদন্ড দেয়। গতবছরের ২৬ নভেম্বর থেকে সে কারাগারে ছিল। মুরশেদের মরদেহ ময়না তদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে নেয়া হয়েছে।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৩ মার্চ ২০২১