চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ উপজেলার নলডুবি এলাকা থেকে ৬০০ গ্রাম হেরোইন ও ২শ’ ৩২ পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে চাঁপাইনবাবগঞ্জস্থ রহনপুর ৫৯ বিজিবি সদস্যরা। আটককৃত ব্যক্তি হচ্ছে শিবগঞ্জ উপজেলার মোল্লাপাড়া চকপাড়ার মনিরুল ইসলামের ছেলে আকবর আলী (২০)।
সোমবার রাত সাড়ে ৯টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
রহনপুর ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মাহমুদুল হাসান, পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করে মঙ্গলবার সকালে এক প্রেসনোটে জানান, নিজস্ব তথ্যের ভিত্তিতে রাতে চকপাড়া বিওপির নায়েব সুবেদার রেনু মিয়া এর নেতৃত্বে টহল সীমান্ত পিলার ১৮৪ হতে আনুমানিক ৩৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নলডুবি হাইস্কুলের সামনে অভিযান চালায়। অভিযানে ৬০০ গ্রাম হেরোইন এবং ২৩২ পিস ইয়াবাসহ আকবরকে আটক করা হয়। অভিযানকালে শাহরিয়ার কামাল ডামিল (৩২), নামে একজন পালিয়ে যায়।
এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৩ মার্চ ২০২১
শিবগঞ্জ সীমান্তে হেরোইন-ইয়াবাসহ একজন আটক