চাঁপাইনবাবগঞ্জে ‘প্রশ্নোত্তরে বঙ্গবন্ধু, বঙ্গভাষা ও বঙ্গমুক্তি’ গ্রন্থের মোড়ক উম্মোচন


চাঁপাইনবাবগঞ্জে ‘প্রশ্নোত্তরে বঙ্গবন্ধু, বঙ্গভাষা ও বঙ্গমুক্তি’ নামক গ্রন্থের মোড়ক উম্মোচন করা হয়েছে। বুধবার সকালে নবাবগঞ্জ সরকারি কলেজের শিক মিলনায়তনে এ গ্রন্থের মোড়ক উম্মোচন করা হয়।
ড. এমরান হোসেনের লেখা ‘প্রশ্নোত্তরে বঙ্গবন্ধু, বঙ্গভাষা ও বঙ্গমুক্তি’ নামক গ্রন্থের মোড়ক উম্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন।
নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্য প্রফেসর ড. শংকর কুমার কুন্ডুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, একই কলেজের প্রফেসর ড. মাযহারুল ইসলাম তরু, জেলা শিা অফিসার আবদুর রশিদ, সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা সোহরাব আলী, আদিনা সরকারি কলেজের শিক  জিয়াউল হক, নবাবগঞ্জ কামিল মাদ্রাসার উপাধ্য আবু সালেহ মোঃ জিয়াউল হক, নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক হাসিনুর রহমান, চরমোহনপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক রফিকুল ইসলাম, রাজারামপুর হামিদুল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক শাহ আলমসহ বিভিন্ন শিা প্রতিষ্ঠানের প্রধানগণ ও শিক মন্ডলীসহ অন্যরা।
শেষে ‘ প্রশ্নোত্তরে বঙ্গবন্ধু, বঙ্গভাষা ও বঙ্গমুক্তি’ বইটির মোড়ক উম্মোচন করে অতিথিবৃন্দ।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৪ মার্চ ২০২১