শিবগঞ্জে সম্মাননা পেলেন ৯৬ জন বীরমুক্তিযোদ্ধা


জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উদযাপন উপলে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে শহীদ মুক্তিযোদ্ধা, প্রয়াত মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা দেয়া হয়েছে। বুধবার দুপুরে শাহাবাজপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এই সম্মাননা দেয়া হয়।
ইউপি চেয়ারম্যান অধ্যাপক তোজাম্মেল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল-রাব্বি। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম, উপজেলা সহকারী শিা কর্মকর্তা আবদুল মান্নান ও উপজেলা এনজিও ফোরাম সভাপতি তোহিদুল আলম টিয়া।
এ সময় বীরমুক্তিযোদ্ধা, সাবেক চেয়ারম্যান ও ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন। শেষে শাহাবাজপুর ইউনিয়নের ৯৬ বীরমুক্তিযোদ্ধার মাঝে সম্মাননার ক্রেস্ট তুলে দেয়া হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৪ মার্চ ২০২১

,