চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদী তীরবর্তী বাসিন্দাদের মানববন্ধন


চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোহালবাড়ি এলাকায় মহানন্দা নদী তীরে কেনা ও পৈত্রিক সূত্রে পাওয়া জমিতে বসবাসকারী পরিবাররা পানি উন্নয়ন বোর্ডের হয়রানীর প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশে করেছে।
বৃস্পতিবার দুপুরে বালিয়াডাঙ্গা ইউনিয়নের গোহালবাড়ি এলাকায় এই মানববন্ধন কর্মসুচি করেছে। প্রায় ঘন্টাব্যাপি অনুষ্ঠিত মানববন্ধন কর্মসুচিতে প্রায় ৫০ টি পরিবারের সদস্যরা অংশ নেন। এসময় অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, বালিয়াডাঙ্গা ইউপি সদস্য হাম্মাদ আল রাজীব, স্থানীয় বাসিন্দা খাইরুল ইসলাম, শেলিনা বেগম।
সমাবেশে বক্তারা বলেন, মহানন্দার তীরে কারো নিজে কেনা এবং কারো পৈত্রিক সূত্রে পাওয়া জামিতে বিগত ৪০ বছর ধরে তারা বসবাস করে আসছে। দীর্ঘদিন ধরে তাদের প্রত্যেকের নামে সদর ভূমি অফিসে খারিখ খজনা চলমান রয়েছে এমনকি ১৯৭২ সালের রেকর্ড ও নকশা অনুযায়ী জমিগুলোর মালিক সাধারণ মানুষই। কিন্তু গেল ৫-৬ বছর থেকে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড জমিগুলো ১৯৬৮ সালের তাদের অধিগ্রহণ করা দাবি করে হয়রানী করছে। সমাবেশে বক্তারা বলেন, মাঝে মধ্যে পানি উন্নয়ন বোর্ডের পাঠানো নোটিশের কারণে গরিব পরিবারগুলো আতংকের মধ্যে বসবাস করছে।
পরে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করেন নদী তীরবর্তী গ্রামবাসী।   

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৮ মার্চ ২০২১