চাঁপাইনবাবগঞ্জ তিন দফা দাবিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মানববন্ধন


প্রধানমন্ত্রী প্রতিশ্রুত ডিপ্লোমা প্রকৌশলীদের পেশাগত সমস্যার সমাধান, সদ্য প্রকাশিত বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড-২০২০ এর অসামঞ্জস্যতা সংশোধন এবং কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ক্ষেত্রে বিরাজমান সমস্যা সমাধানে তিন দফা দাবি বাস্তবায়নের জন্য চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন ও সমাবেশে করেছে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা।
বুধবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এই মানববন্ধন কর্মসুচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন কর্মসুচি চলাকালে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিয়ার্স বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি প্রকৌশলী সাদেকুল ইসলাম, সাধারণ সম্পাদক সত্যজিৎ রায়, দপ্তর সম্পাদক ফিরোজ কবির,  চাঁপাইনবাবগঞ্জ সড়ক ও জনপদ বিভাগের উপ-সহকারি প্রকৌশলী রাকিবুল ইসলাম।
মানববন্ধন কর্মসুচিতে প্রকৌশলীদের পাশাপাশি বিভিন্ন ডিপ্লোমা ইনস্টিটিউশনের শিক্ষার্থীরা অংশ নেন।
পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১০ মার্চ ২০২১