গোমস্তাপুরে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত


চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি ইউনিয়নে অসহায় ও দুঃস্থ মানুষদের চিকিৎসার জন্য বুধবার ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সকালে ইউনিয়নের শিরোলটোলা গ্রামে মুজিববর্ষ উপলক্ষে আয়োজিত ক্যাম্পের উদ্বোধন করেন স্থানীয় সমাজ সেবক একরামুল হক।
ক্যাম্পে ২ দু’ জন বিশেষজ্ঞ চিকিৎসক এলাকার বিভিন্ন বয়সী প্রায় ১০০ জন অসহায় ও দুঃস্থ রোগীকে চিকিৎসা সেবা প্রদান করেন। আয়োজকরা জানিয়েছেন, এখন থেকে প্রতি সপ্তাহে একদিন অসহায় ও দুঃস্থ মানুষদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হবে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, গোমস্তাপুর/ ১০ মার্চ ২০২১

,