শিবগঞ্জে বাল্যবিয়ের দায়ে কাজীসহ তিনজনের সাজা


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বাল্যবিয়ের দায়ে কনের নানা ও কাজীকে ছয়মাস কারাদন্ড ও বরের চাচাকে ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেছে ভ্রামমাণ আদালত। দন্ডপ্রাপ্তরা হল- উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের বিনোদনগরের এরফানের ছেলে কাজী ইউসুফ আলী (২৩), এখলাসপুরের মৃত ওয়াজেদ আলীর ছেলে কনের নানা নওশাদ আলী (৫২) ও বিনোদনগরের আবদুর রাজ্জাকের ছেলে বরের চাচা শাহজাহান আলী (৫০)। শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন ভ্রামমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল-রাব্বি। তিনি জানান, বাল্যবিয়ে পড়ানো হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের এখলাসপুর এলাকায় ভ্রামমাণ আদালত পরিচালনা করে কনের নানা, কাজী ও বরের চাচাকে আটক করা হয়। পরে তাদের ভ্রামমাণ আদালতে হাজির করা হলে কাজী ও কনের নানাকে ছয়মাস বিনাশ্রম কারাদন্ড ও বরের চাচাকে ৫০ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়। শিবগঞ্জ থানা পুলিশ ও আনসার সদস্যরা ভ্রামমাণ আদালতে সহযোগিতা করে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৭-০২-২১

,