শিবগঞ্জে আগুনে তিনটি বাড়ি ভম্মিভূত


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের একবরপুর এলাকায় অগ্নিকান্ডে তিনটি বাড়ি ও একটি দোকান ভম্মিভূত হয়েছে। শনিবার ভোর ৪টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। বিনোদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক জানান, ভোর ৪টার দিকে বিদ্যুতের সট সার্কিট থেকে আগুনের সূত্রপাতে মুহুর্তেই ওই এলাকার নশের উদ্দিনের ছেলে আতাউর রহমান ও তার ছেলে মহিদুল এবং বাবুর ঘর পুড়ে যায়। এছাড়াও টিভি, ফ্রিজসহ বিভিন্ন আসবাবপত্র ভম্মিভূত হয়। তবে ক্ষতিগ্রস্থ পরিবারের দাবি- প্রায় ৩ লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে। শিবগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন ম্যানেজার সিরাজ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে। এদিকে দুপুরে স্থানীয় সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল ঘটনাস্থল পরিদর্শন করে তিনটি পরিবারকে নগদ অর্থ ও চাল-ডাল, তেলসহ বিভিন্ন খাদ্যসামগ্রী প্রদান করেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৭-০২-২১

,