শিবগঞ্জে দুটি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন


চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের টাপু শহীদ সেরাজুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত দুই তলা ভবন ও খোন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উর্দ্ধমূখী সম্প্রসারণের আওতায় দুই তলা ভবন উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে ১ কোটি ৪৭ লাখ টাকা ব্যয়ে দুটি বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন করেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। এ উপলে বিদ্যালয় মাঠে অভিভাবকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রধান শিক্ষিকা মোসা. কাশিয়ারা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। বিনোদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামিল উদ্দিন মাস্টারের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি বেগম, এলজিইডির উপজেলা প্রকৌশলী হারুন অর রশিদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তোহিদুল আলম টিয়া, ইউপি সদস্য খাইরুল ইসলামসহ অন্যরা। এছাড়া শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও অভিভাবকসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। পরে খোন্দা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভার আয়োজন করা হয়। এর আগে তেলকুপি বাজার মসজিদের উন্নতিকল্পে নগদ ৩ লাখ টাকা প্রদান করেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৭-০২-২১