শিবগঞ্জে নেতাকর্মীদের গ্রেফতার-হয়রানি বন্ধের দাবি বিএনপি মেয়র প্রার্থীর

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভা নির্বাচনকে ঘিরে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলায় গ্রেফতার ও হয়রানি বন্ধের দাবি জানিয়েছেন দলীয় মেয়র প্রার্থী ওজিউল ইসলাম ওজুল মিঞা। এ নিয়ে তিনি মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত আাবেদন করেছেন। আবেদনে জানা গেছে, আগামী ১৪ ফেব্রুয়ারী শিবগঞ্জ পৌরসভা নির্বাচনে ধানের শীষের প্রার্থী ওজিউল ইসলামের নির্বাচনী কর্মী আলী আহম্মেদ বাবু, হাসান আলী, শিপলু, আহাদ আলী, মাহিদুর রহমান ও সেলিম রেজাকে সোমবার গভীর রাতে নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। নির্বাচনের এই সময়ে কর্মীদের গ্রেফতারে অন্য কর্মীদের মনে ভয়ের সৃষ্টি হয়েছে। যা সুষ্ঠ ও অবাধ নির্বাচন বাধাগ্রস্ত করবে বলেও মনে করেন তিনি। এ অবস্থায় বিএনপির নেতাকর্মীদের উপর পুলিশি হয়রানি বন্ধ ও গ্রেফতারকৃতদের নি:শর্ত মুক্তির দাবি জানান। এদিকে বেলা ৩টা পর্যন্ত চিঠি পাওয়ার কথা নিশ্চিত করতে পারেননি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল-রাব্বি। তিনি জানান, একটি সেমিনারে বাইরে থাকার কারণে এখনো তার হাতে চিঠিটি আসেনি। চিঠি পেলে জরুরী ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। শিবগঞ্জ থানার ওসি ফরিদ হোসেন জানান, আওয়ামী লীগের নির্বাচনী অফিসে ককটেল হামলার ঘটনায় দায়ের করা মামলায় এজাহারভূক্ত আসামী উল্লেখিত ছয়জন। তাই তাদের গ্রেফতার করা হয়েছে। তিনি আরও জানান, মিথ্যা মামলায় গ্রেফতার ও হয়রানি করে সুষ্ঠ নির্বাচন বাধাগ্রস্ত করার কোনো প্রশ্নই উঠে না। উল্লেখ্য, সোমবার বিকেল ৫টার দিকে পৌর এলাকার পদ্মা সিনেমা হল প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে বিএনপির মেয়র প্রার্থী বলেন, বর্তমান সরকারের আমলে সুষ্ঠ নির্বাচন নিয়ে শঙ্কিত। অবাধ ও সুষ্ঠ নিরপে নির্বাচনে বিভিন্ন কৌশলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ করেন। এমনকি গেল দুই রাতে পৌর এলাকার আলাদা দুটি স্থানে কে বা কারা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করছে। এতে আমিসহ দলীয় নেতাকর্মীরা শঙ্কিত ও আতঙ্কিত। প্রতিকার চেয়ে স্থানীয় উপজেলা ও পুলিশ প্রশাসনের হস্তপে কামনা করেছেন। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মেয়র প্রার্থী বলেন, শিবগঞ্জ পৌরসভায় বিগত ৭টি নির্বাচন সুষ্ঠ ও অবাধ হয়েছে। এই নির্বাচনও সুষ্ঠ ও অবাধ করার জন্য সংশ্লিষ্ট সকল প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন। একই সঙ্গে ১৪ ফেব্রুয়ারী পর্যন্ত নির্বাচনী এলাকায় কোন ধরণের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই লে প্রশাসনকে সজাগ থাকার আহবান জানান।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১০-০২-২১

,