আলজাজিরার বিতর্কিত ভুমিকার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে সমাবেশ


কাতার ভিত্তিক নিউজ চ্যানেল আল জাজিরার বিতর্কিত ভুমিকা ও করোনা ভ্যাক্সিন নিয়ে প্রতিক্রিয়াশীলদের অপপ্রচারের বিরুদ্ধে চাপাইনবাবগঞ্জে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সমানে সম্মেলিত সাংস্কৃতিক জোট, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার ব্যানারে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সম্মিলিত সাংস্কৃতিক জোট চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আহ্বায়ক রফিক হাসান বাবলুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব রুহুল আমিন, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সদস্য সচিব এ্যাড. রবিউল ইসলাম, সদস্য বীর মুক্তিযোদ্ধা মনিম উদ-দৌলা চৌধুরী, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমানুল্লাহ বাবু, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সদস্য ও জেলা আওয়ামী লীগ সদস্য আবু সুফিয়ান, শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক তৌহিদুল ইসলাম টিয়া, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আখতার। সমাবেশে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে বক্তরা জনগনকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানান।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৮-০২-২১