চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্রধান ফটকে বঙ্গবন্ধু’র ম্যুরাল উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্রধান ফটকে সোমবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধন করা হয়েছে।
বিকেলে আনুষ্ঠানিকভাবে ম্যুরালের উদ্বোধন করেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দীন আহম্মেদ শিমুল, ফেরদৌসী ইসলাম জেসি, জেলা প্রশাসক  মঞ্জুরুল হাফিজ। এসময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান মইনুদ্দীন মন্ডল, জেলা আওয়ামী লীগের সহ সহ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান রুহুল আমীন, পৌর মেয়র নজরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী সাদেকুল ইসলাম, কাউন্সিলর জিয়াউর রহমান, আব্দুল বারেক, মইদুল ইসলাম।
একই সময় বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীরেরও ম্যুরালের উদ্বোধন করা হয়।
পৌরসভার নিজস্ব অর্থায়নে এই ম্যুরাল দু’টি নির্মাণ করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে পৌর কাউন্সিলরসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৪-১২-২০