চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন


চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় হাম-রুবেলা(এমআর) টিকাদান কর্মসুচী উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে শহরের নিমতলা এলাকায় হৃদয় মাল্টিমিডিয়া স্কুলে স্থাপিত অস্থায়ী কেন্দ্রে ৬ সপ্তাহব্যাপী (১২ডিসেম্বর-২৪’জানুয়ারী) এই ক্যাম্পেইন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। পৌরসভার আয়োজনে কর্মসূচীর উদ্বোধন করেন মেয়র নজরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন, সিভিল সার্জন জাহিদ নজরুল চৌধুরী, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সার্ভেইল্যান্স মেডিক্যাল অফিসার মাহমুদুল হাসান ফয়সাল, পৌরসভার চিকিৎসা কর্মকর্তা ওলিউল ইসলাম খান, সম্প্রসারিত টিকাদান কর্মসূচী(ইপিআই) জেলা সুপারিনটেন্ডেন্ট আমিরুল মোমেনিন জীবন, পৌর কাউন্সিলর জিয়াউর রহমান আরমান,পৌর কনজারভেন্সি কর্মকর্তা জহির উদ্দিন,স্কুলের প্রধান শিক্ষক আফসার আলী প্রমুখ।
ইপিআই সুপারিনটেন্ডেন্ট জানন, পৌর এলাকায়  ৯ মাস থেকে ১০ বছরের কমবয়সী সকল অর্থাৎ ৩৬ হাজার ১শ’ শিশুকে এমআর টিকাদানের জন্য লক্ষ্যমাত্রা নির্ধরণ করা হয়েছে। এজন্য পৌরসভার ১৫টি ওয়ার্ডে ৫৬টি অস্থায়ী কেন্দ্র কাজ শুরু করেছে। উদ্বোধনী দিনে ১৯৫ জন শিশুকে টিকা দেয়া হয়। এছাড়া জেলার আধুনিক সদর হাসপাতালে টিকাদানের স্থায়ী কেন্দ্রে গত ১২’ডিসেম্বর টিকাদান শুরু হয়েছে। টিকাদানের সকল কেন্দ্রেই শুক্রবারসহ সরকারী ছুটির দিন ব্যতিত প্রতিদিনই টিকা দেয়া যাবে।
ইপিআই সুপারিনটেন্ডেন্ট আরও জানান,চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা এলাকা ব্যাতীত জেলার অনান্য এলাকাগুলিতে হাম-রুবেলা(এমআর) টিকাদানের সময়সূচী পরে জানানো হবে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৩-১২-২০