শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সোনামসজিদ গণকবরে আলোক প্রজ্জ্বলন

শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ গণকবরে আলোক প্রজ্জ্বলন ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্ধ্যায় উপজেলা প্রশাসন আয়োজনে ও এনজিও ফোরামের সহযোগিতায় এ কর্মসূচির অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল-রাব্বি, উপজেলা মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার বজলার রশিদ সনু, সাবেক ডেপুটি কমান্ডার আবদুল হামিদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফরিদ হোসেন, পরিদর্শক (অপারেশন) ইকবাল পাশাসহ মুক্তিযোদ্ধাগণ, স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রল গের নেতাকর্মীরা।
শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক,শিবগঞ্জ/ ১৩-১২-২০

,