মুজিববর্ষ ও মহান বিজয় দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে বঙ্গবন্ধু দেয়ালিকা উৎসব উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে চাঁপাইনবাবগঞ্জ শহরের গ্রীণভিউ উচ্চ বিদ্যালয় চত্বরে ৩দিনব্যাপী উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.কে.এম. তাজকির-উজ-জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দেবেন্দ্র নাথ উরাঁও, জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) সাইফুল মালেক, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোজাহার হোসেন, জেলা তথ্য অফিসার ওয়াহিদুজ্জামান, গ্রীনভিউ স্কুলের প্রধান শিক্ষক রোকসানা আহমদ।
শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতার বিকাশ ও তাদেরকে মহান মুক্তিযুদ্ধেও চেতনায় উদ্বুদ্ধ করতে চাঁপাইনবাগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত বঙ্গবন্ধু দেয়ালিকা উৎসবে চাঁপাইনবাবগঞ্জের ১০০টি শিক্ষা প্রতিষ্ঠান অংশ নিয়েছে। এতে মহান মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু বিষয়ক শিক্ষার্থীদের হাতে আঁকা ছবি ও লেখা স্থান পেয়েছে। দেয়ালিকা উৎসব চলবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৯-১২-২০
৩দিনব্যাপী চাঁপাইনবাবগঞ্জে বঙ্গবন্ধু দেয়ালিকা উৎসব উদ্বোধন