চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ উপজেলায় র্যাব ও জেলা গোয়েন্দা পুলিশের পৃথব ২টি অভিযানে ফেনসিডিলসহ ২জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হচ্ছে শিবগঞ্জের শাহবাজপুর ইউনিয়নের তেলকুপি গ্রামের আজিজুল হকের ছেলে রুবেল (২৮) ও শিবগঞ্জের শিয়ালমারা মধ্যপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে বাবু (৩৫)।
সোমবার রাতে ও মঙ্গলবার বিকালে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
র্যাব জানায়, র্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল শিবগঞ্জে হরিনগর সরকারী প্রাইমারী স্কুলের সামনে রাস্তায় উপর চেকপোষ্টে মোটরসাইকেলকে থামানোর সংকেত দিলে মোটরসাইকেলটি না থামিয়ে পালিয়ে যাওয়ার সময় রাস্তার উপর পড়ে যায়। এ সময় মোটরসাইলের তেলের ট্যাংকি ও বডিতে বিশেষ কায়দায় রাখা ৮২ বোতল ফেনসিডিলসহ রুবেলকে আটক করা হয়।
এদিকে রাতে শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের মির্জাপুর এলাকা থেকে ১শ’ ৫ বোতল ফেনসিডিলসহ বাবুকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ।
এই দুই ঘটনায় শিবগঞ্জ থানায় পৃথক মামলা করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৯-১২-২০
শিবগঞ্জে ফেনসিডিলসহ ২ জন আটক