চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ক্ষতিপূরণের দাবিতে সমাবেশ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ভটভটি উল্টে নিহত ও আহত কৃষকদের ক্ষতিপূরণের দাবিতে সোমবার সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক জোট, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা। সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমাবেশের আয়োজন করা হয়।
ঘন্টাব্যাপী চলা সমাবেশে বক্তব্য রাখেন, বাম গণতান্ত্রিক জোট, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সমন্বয়ক অ্যাড. আবু হাসিব, বাংলাদেশ সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের কেন্দ্রীয় সদস্য জয়নাল আবেদিন মুকুল, বাংলাদেশ কৃষক সমিতি, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি বীরমুক্তিযোদ্ধা হুমায়ুন কবীর, অর্থসম্পাদক তৌফিকুল ইসলাম প্রমূখ।
সমাবেশে বক্তারা বলেন, খারাপ রাস্তার জন্যই এ দুর্ঘটনা ঘটেছে। এতে নিহত ও আহত পরিবারগুলোর অবস্থা খুবই শোচনীয়। তাই এসব পরিবারকে প্রধানমন্ত্রীর কল্যাণ তহবিল থেকে ক্ষতিপূরণেরও দাবি জানান।
সমাবেশ শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপিও দেয়া হয়।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার নওগাঁ উপজেলা থেকে ধান কেটে বাড়ি ফেরর পথে শিবগঞ্জের বারেক বাজার ভাঙ্গা সাঁকোর কাছে ধানবোঝাই ভটভটি উল্টে ধানের বস্তায় চাপা পড়ে ৯ জন নিহত ও ৬ জন আহত হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৩-১১-২০