চাঁপাইনবাবগঞ্জে ভিক্ষুক পুনর্বাসনের লক্ষে ৩৩ জনকে দেয়া হলো গরু ও রিক্সাভ্যান

ভিক্ষুক পুনর্বাসন কর্মসুচির আওতায় চাঁপাইনবাবগঞ্জে ৩৩ জন ভিক্ষুককে পুনর্বাসন করা হয়েছে। সোমবার সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে পুনর্বাসন উপকরণ বিতরণ করেন বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের বাণিজ্যিক ও পরিকল্পনা বিভাগের পরিচালক সরকারের যুগ্ম সচিব আব্দুস সামাদ।
কর্মসুচির আওতায় ১৫ জনকে ১টি করে গরু, ১২ জনকে ৪টি করে ছাগল, ৩ জনকে মুদিপণ্য, ১ জনকে রিক্সাভ্যান ও ২টি ছাগল, ১ জনকে সেলাই মেশিন ও কাপড় এবং ১ জনকে নকশি কাঁথার কাপড় প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ, অতিরিক্ত জেলা প্রশাসক এ.কে.এম.তাজকির-উজ-জামান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি, সদর উপজেলা নির্বাহী অফিসার নাজমুল ইসলাম সরকার।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে এই পুনর্বাসন উপকরণ বিতরণ করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৩-১১-২০