নাচোলে দূস্থ মহিলাদের সহায়তা কর্মসূচির ৪৪ বস্তা চালসহ একজন আটক

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের টাকাহারা এলাকা থেকে সোমবার দূস্থ মহিলাদের সহায়তা কর্মসূচির ৪৪ বস্তা সরকারী চালসহ ইউসুফ আলী ওরফে পাতান আলী (৪৬) নামে একজনকে আটক করেছে পুলিশ। পরে আটকের পর পাতানকে মোবাইল কোর্টে এক মাসের দন্ড দেয়া হয়েছে।
মোবাইল কোর্টের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানা তাকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। এছাড়া আদালত জব্দ চাল নিলামের নির্দেশ দিয়েছে। নিলামের অর্থ সরকারী কোষাগারে জমা হবে।
নাচোল উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানা জানান, গোপন খবরের ভিত্তিতে বিকেলে নাচোলের টাকাহারা বাজার এলাকায় একটি গুদাম থেকে ৩০ কেজির ৪৪ বস্তায় থাকা (১ হাজার ৩২০ কেজি) চালসহ উপজেলার মাধবপুর গ্রামের মৃত রইসউদ্দিনের ছেলে পাতানকে আটক করা হয়। পরে গুদাম মালিক পাতানকে মোবাইল কোর্টে দন্ড দেয়া হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৩-১১-২০

,