গণ প্রকৌশল দিবস ও ইনিস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি)’র সুবর্ণ জয়ন্তি উপলক্ষে বুধবার চাঁপাইনবাবগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা চত্বরে ইনিস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা এই অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মইনুদ্দীন মন্ডল, পৌর মেয়র নজরুল ইসলাম, আইইডিইবি’র কেন্দ্রীয় সহ-সভাপতি কবির উদ্দিন আহম্মেদ, আইইডিইবি’র জেলা সভাপতি ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী সাদিকুল ইসলাম, সেক্রেটারী ও জেলা গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী সত্যজিত রায়, আইইডিইবি’র সাংগঠনিক সম্পদক নরুল আওলিয়া বাবুল, দপ্তর সম্পাদক ও জেলা গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী ফিরোজ হোসেন।
এ সময় বিভিন্ন সরকারী বেসরকারী দপ্তরে কর্মরত প্রকৌশলী ও বিভিন্ন প্রকৌশল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১১-১১-২০
চাঁপাইনবাবগঞ্জে গণপ্রকৌশল দিবস পালিত