সেভ দ্যা ফিউচার ফাউন্ডেশনের পরিচিতি সভা অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জে সদ্য ঘোষিত একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সেভ দ্যা ফিউচার ফাউন্ডেশনের পরিচিতি সভা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাতে স্থানীয় একটি রেস্টুরেন্টে এই পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
সেভ দ্যা ফিউচার ফাউন্ডেশনের সভাপতি রিয়াদ ফয়সলের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সংগঠনের সহ-সভাপতি নাহিদুল হক ও সাধারন সম্পাদক মিনহাজ হক রনি।
এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা ব্যবসায়ী রাইহানুল ইসলাম লুনা, শিক্ষাক গোলাম ফারুক মিথুন, ডাঃ নাহিদ ইসলাম মুন, সংগঠনের সহ-সাধারণ সম্পাদক অহেদুল বারী রাজু, সাংগঠনিক সম্পাদক ওমর আলী, অর্থ সম্পাদক মেরাজ হক, প্রচার সম্পাদক জমশেদ আলী।
সভায়,সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষাদান, পরিবেশ সংরক্ষণ, স্বেচ্ছায় রক্তদানসহ সংগঠনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১১-১১-২০