গোমস্তাপুরে ভিক্ষুক পূর্ণবাসন কর্মূসূচীর উদ্বোধন
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মুজিবর্ষ উদযাপন উপলক্ষে বুধবার ভিক্ষুক পূর্ণবাসন কর্মূসূচীর উদ্বোধন করা হয়েছে। বিকেলে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে ভিক্ষুক পূর্ণবাসন কর্মূসূচীর উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাকিউল ইসলাম।
গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ন রেজা, রহনপুরে পৌর মেয়র তারিক আহমদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নূহ, বীর মুক্তিযোদ্ধা আখতার আলী খাঁন কচি, গোমস্তাপুর ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন মন্ডল, রহনপুর ইউপি চেয়ারম্যান শাহ আল শফি আনসারী প্রমূখ।
সভা শেষে ১৬ জন ভিক্ষুকের হাতে বিভিন্ন সামগ্রী তুলে দেন অতিথিরা
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, গোমস্তাপুর/ ১১-১১-২০