সিনিয়র এএসপি আনিসুল করিম শিপন হত্যার বিচারের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র ও সিনিয়র এএসপি আনিসুল করিম শিপন হত্যার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে চাঁপাইনবাবগঞ্জস্থ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন কর্মসুচিতে স্থানীয় সাধারণ মানুষও অংশ নেন।
চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপি মানববন্ধন চলাকালে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়েল প্রাক্তন শিক্ষার্থী সৈয়দ মনিরুল ইসলাম, আব্দুল আওয়াল, এক্সিম ব্যাংক কৃষি বিশ্ব-বিদ্যালয়ের প্রিন্সিপাল আব্দুল্লাহ আল মাসুদ, বর্তমান শিক্ষার্থী সোহেল রানা, লাইলী বেগম। সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি আরিফুর রেজা ইমন, সাধারণ সম্পাদক ডা. সাইফ জামান আনন্দ।
সমাবেশে বক্তারা আনিসুল করিম শিপন হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৬-১১-২০