লাইসেন্স হালনাগাদ না থাকায় আমনুরায় দু’ ক্লিনিককে ৫০ হাজার টাকা জরিমানা

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নে লাইসেন্স হালনাগাদ না থাকায় দুটি ক্লিনিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।  সেই সঙ্গে ক্লিনিক দুটিকে সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়। সোমবার চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ যৌথ অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশরাফুল হক এই দণ্ড প্রদান করেন।
চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জন অফিসের রোগ নিয়ন্ত্রণ কর্মকর্তা ডা. নাহিদ ইসলাম মুন জানান, সোমবার দুপুরে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ যৌথভাবে সদর উপজেলার আমনুরায় সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্টেট মোহাম্মদ আশরাফুল ইসলামের নেতৃত্বে একটি টিম অভিযান পরিচালনা করেন। অভিযানকালে লাইসেন্স হালনাগাদ না থাকার কারণে লেফুরান মিশন ক্লিনিক ও বরেন্দ্র ক্লিনিককে ২৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। সেই সঙ্গে ক্লিনিক দুটিকে সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়।
এদিকে ভেজাল দ্রব্য দিয়ে কাঠে রং করার কারনে দুই প্রতিষ্ঠানকে তিন হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) আরিফা সুলতানা।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৬-১১-২০