শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ এলাকা বারেক বাজারে ধানবোঝাই ভটভটি উল্টে ৯ জন নিহত হওয়ার ঘটনায় নিহতদের পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
সকালে শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ বালিয়াদিঘী নুরানী মাদ্রাসা প্রাঙ্গনে নিহত পরিবারের মাঝে নগদ অর্থ ও ত্রাণ সহায়তা প্রদান করেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দীন আহম্মেদ শিমুল।
এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার মাহতাব উদ্দিন, শাহাবাজপুর ইউপি চেয়ারম্যান তোজাম্মেল হক, দাইপুখুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এ কে এম আজমল হক বদাশা, আওয়ামী লীগ নেতা আলমগীর হোসেন, সিএন্ডএফ ব্যবসায়ী সোহেল আহমেদ পলাশ, শ্রমিক নেতা সাদেকুল ইসলাম মাস্টার, মুখলেসুর রহমান সরদার। অনুষ্ঠানের নিহত ও আহত পরিবারের প্রত্যেকে ১০ হাজার করে নগদ অর্থ ও চাল ডাল প্রদান করা হয়। পরে নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও আহতদের সুস্থ্যতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার ভোরে বারেক বাজার ভাঙ্গা সাঁকোর কাছে ধানবোঝাই ভটভটি উল্টে ধানের বস্তায় চাপা পড়ে ৯ জন নিহত ও ৭ জন আহত হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২১-১১-২০

,