সোনামসজিদ স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের নব নির্বাচিত পরিষদের দায়িত্ব গ্রহণ

দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের নব নির্বাচিত পরিষদের দায়িত্ব ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে সোনামজিদ পর্যটন মোটেল মিলনায়তনে আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল রাব্বী। অনুষ্ঠানে নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে শপথ বাক্য পাঠ করান সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মবিনুর রহমান মিয়া।
 শপথ গ্রহণ অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন, এ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি আশরাফুল আলম রশিদ, আবুল হাসনাত দুরুল, বর্তমান সভাপতি আব্দুল আওয়াল, সাধারণ সম্পাদক রুহুল আমিনসহ অন্যরা। এ সময় এ্যাসোসিয়েশনের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শপথ গ্রহণ শেষ নব-নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, গত ৭ নভেম্বর দীর্ঘ ১১ বছর পর অনুষ্ঠিত সোনামসজিদ স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের নির্বাচনে আব্দুল আওয়াল সভাপতি ও রুহুল আমীন সাধারণ সম্পাদক নির্বাচিত হন।  
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক,শিবগঞ্জ/ ২১-১১-২০

,