তানোরে একটি ওয়ানশুটার গানসহ একজন আটক
রাজশাহী জেলার তানোরের মালশিরা পূর্বপাড়া এলাকা থেকে একটি ওয়ান শুটার গান ও এক রাউন্ড গুলিসহ একজনকে আটক করেছে র্যাব। আটককৃত ব্যক্তি হচ্ছে নওগাঁ জেলার নিয়ামতপুরের বরিয়ামন্ডল পাড়া’র আজিমউদ্দিনের ছেলে আয়নাল হক (৪০)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে র্যাব-৫, রাজশাহী এর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল রাজশাহী জেলার তানোর থানার কামারগাঁও ইউনিয়নের মালশিরা পূর্বপাড়ায় অভিযান চালায়। এ সময় এক জনের উপস্থিতি ও গতিবিধি সন্দেহজনক মনে হলে র্যাব তাকে চ্যালেঞ্জ করে। পরে একটি ওয়ান শুটার গান ও এক রাউন্ড গুলিসহ আয়নালকে আটক করা হয়।
এ ঘটনায় তানোর থানায় একটি মামলা করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৩-১১-২০