চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুরে নাহালা ফিলিং ষ্টেশনের পশ্চিশ পাশে একটি আম বাগান থেকে মাদক সেবনের দায়ে ৭ জনকে আটক করেছে র্যাব। আটককৃতরা হচ্ছে মহারাজপুর শেখপাড়া’র মৃত ফানেজ মন্ডলের ছেলে মামুনুর রশিদ (৩৮), আকন্দবাড়িয়া এলাকার এনতাজ আলী মন্ডলে ছেলে তরিকুল ইসলাম (৪০), শিবগঞ্জের ছত্রাজিৎপুর মিয়াপাড়ার মৃত আফতাব মিয়ার ছেলে বুলবুল মিয়া (৪০), ছত্রাজিৎপুর দর্গাতলার ঝাটু উদ্দিনের ছেলে কামাল (৪০), ছত্রাজিৎপুরের কমলাকান্তপুর এলাকার মৃত মেহের আলীর ছেলে সাদেকুল (৫০), ছত্রাজিৎপুর জাহাঙ্গীর পাড়ার মৃত চাঁন মোহাম্মদের ছেলে আব্দুল মোমিন (৩৫) ও শিবগঞ্জের সাবেকলাভাঙ্গা এলাকার মৃত বাদশা মিয়ার ছেলে মামুন অর রশিদ (৩০)।
র্যাব জানায়, বুধবার দুপুরে সিপিসি-১ (চাঁপাইনবাবগঞ্জ), র্যাব-৫ রাজশাহীর একটি আভিযানিক দল চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুরে একটি আম বাগানে অভিযান চালায়। অভিযানে মাদক সেবনের দায়ে ৭ জনকে আটক করা হয়। এ সময় ২ গ্রাম গাঁজা, হেরোইনা, গ্যাসলাইট জব্দ করা হয়।
এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৮-১১-২০
মহারাজপুরে মাদকসেবনের দায়ে ৭ জন আটক