তেভাগা আন্দোলনের নেতা ইলা মিত্রের ১৮তম মৃত্যুবার্ষিকী পালিত

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে তেভাগা আন্দোলনের কিংবদন্তি নেতা ইলা মিত্রের ১৮তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার বিকালে রানী ইলা মিত্র সংসদ কেন্দুয়া পঞ্চানন সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ইলা মিত্র স্মৃতি সৌধ প্রাঙ্গণে কাঙালি ভোজ ও আলোচনা সভার আয়োজন করে।
নাচোল উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানা’র সভাপতিত্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন, নাচোল পৌরসভার মেয়র আবদুর রশিদ খান, নাচোল সরকারি কলেজের অধ্যক্ষ হাফিজুর রহমান, নাচোল মহিলা কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, নাচোল থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা, দৈনিক গৌড় বাংলার সম্পাদক হাসিব হোসেন, নাচোল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও দৈনিক সানশাইন পত্রিকার বাণিজ্যিক প্রধান আবু তাহের খোকন এবং সাবেক ভাইস চেয়ারম্যান মজিবুর রহমান, দৈনিক গৌড় বাংলার বার্তা সম্পাদক সাজিদ তৌহিদ, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খান, লেখক আলাউদ্দিন আহমেদ বটু, চাঁপাইনবাবগঞ্জের আলীনগর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোস্তাক হোসেন, সাংবাদিক মনিরুল ইসলাম, রানী ইলা মিত্র সংসদের সভাপতি বিধান শিং।
আলোচনা সভায় নাচোল উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম বাবু, নাচোল প্রেস ক্লাবের সভাপতি অলিউল হক বলার, সাধারণ সম্পাদক আব্দুর রহমান মানিকসহ স্থানীয় গণ্যমান্য এবং উপজেলার বিভিন্ন স্থানের ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যরা অংশ নেন।
আলোচনার সভায়  ইলা মিত্রের জীবন ও কর্ম এবং নাচোলে তেভাগা আন্দোলনের প্রেক্ষাপট তুলে ধরা হয়।
শেষ ইলা মিত্র ফুটবল টিমের ক্ষুদে খেলোয়াড়দের উৎসাহদানে একটি ফুটবল উপহার দেয়া হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৩-১০-২০

,