প্রণোদনার দাবিতে হাট ও বাজার ইজারাদারদের সংবাদ সম্মেলন


চাঁপাইনবাবগঞ্জে করোনায় ক্ষতিগ্রস্ত হাট-বাজার ইজারাদাররা প্রণোদনা ও বিধি অনুযায়ী ইজারা মূল্যের  আনুপাতিকহারে অর্থ ফেরতের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন। মঙ্গলবার স্থানীয় একটি রেঁস্তোরায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে জেলার অন্যতম বৃহৎ সোনাইচণ্ডী পশুহাটের ইজারাদার আবুল খায়ের সুমন।
লিখিত বক্তব্যে তিনি দাবি করেন, করোনাভাইরাসের প্রভাবে জেলার সব হাট-বাজার টানা চার মাস বন্ধ রাখতে হয়েছিলো। সরকারি সিদ্ধান্ত মেনে হাট-বাজার বন্ধ রাখতে গিয়ে তাদের ব্যাপক আর্থিক ক্ষতির শিকার হতে হয়েছে। কোনো কোনো হাটের টোল থেকে আংশিক ইজারামূল্যও উঠবে না। এ অবস্থায় হাট-বাজার ইজারাদারদের সরকারি প্রণোদনা অত্যাবশ্যকীয় হয়ে উঠেছে।
এছাড়াও সরকারি হাট-বাজার ব্যবস্থাপনা ও ইজারা নীতিমালা অনুযায়ী বন্ধকালীন সময়ের জন্য আনুপাতিকহারে ইজারামূল্য ফেরতের দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- কানসাট হাটের সভাপতি আসাদুজ্জামান ভোদন, রহনপুর হাটের আলী হোসেন, রানীহাটির মোস্তাকুল ইসলাম পিন্টু, মহিপুর হাটের মহসিন রেজা বাবুসহ অন্যরা।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৩-১০-২০