নাচোলে নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা

চাঁপাইনবাবগঞ্জের নবাগত জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ সোমবার নাচোল উপজেলার জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা ও পেশাজীবি নেতৃবৃন্দ্বের সঙ্গে মতবিনিময় করেছেন।
সকালে নাচোল উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিহা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের, নাচোল পৌরসভার মেয়র আব্দুর রশিদ খান। এ সময় উপস্থিত ছিলেন নাচোল ডিগ্রী কলেজের অধ্যক্ষ হাফিজুর রহমান, মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুন নাইম মুন্নি, নাচোল থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা, সাবেক উপজেলা মুক্তি যোদ্ধা কমান্ডার মতিউর রহমান, কসবা ইউপি’র চেয়ারম্যান আজিজুর রহমান, নাচোল ইউপি’র চেয়ারম্যান আব্দুস ছালাম, নেজামপুর ইউপি’র চেয়ারম্যান আমিনুল হক ও ফতেপুর ইউপি’র প্যানেল চেয়ারম্যান মজিবুর রহমান।
উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তাঘাট, ইলামিত্রের পূণ্যভূমি, মাদক, বাল্যবিয়ে, অবকাঠামো ও উন্নয়ন মুলক কর্মকান্ড নিয়ে বক্তব্য রাখেন, বরেন্দ্র বহুমখী উন্নয়ন কর্তৃপক্ষ নাচোল জোনের সহকারী প্রকৌশলী শাহ মেনজুরুল হক, নাচোল অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক দুলাল উদ্দিন খাঁন, নাচোল উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম বাব, নাচোল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমান মানিক।
সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের জনবান্ধব বিভিন্ন কর্মসুচি তুলে ধরা হয়। এবং সরকারের উন্নয়ন কর্মকান্ডগুলো যথাযথভাবে বাস্তবায়নের উপর গুরুত্বারোপ করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, নাচোল/ ১৯-১০-২০

,