শিবগঞ্জে পদ্মা নদীতে ডুবে কৃষকের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় পদ্মা নদীতে ডুবে বাদশা আলী (৩০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। মৃত বাদশা শিবগঞ্জ পৌর এলাকার মরদানা চকটলা গ্রামের মো. মহসিন আলীর ছেলে। গতকাল শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।
শিবগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা সিরাজ উদ্দিন স্থানীয়রা জানান, সকালে ঘাস কাটার জন্য নৌকায় করে পদ্মার চরে যাচ্ছিলেন বাদশা আলী। পথে চকেরঘাট এলাকায় নৌকাটি ডুবে যায়। এ-সময় অন্য যাত্রীরা তীরে উঠতে সক্ষম হলেও বাদশা আলী তলিয়ে যান। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা উদ্ধার কাজ শুরু করে। পরে রাজশাহী থেকে আসা ডুবরি দলের চেষ্টায় দুপুর দেড়টার দিকে বাদশার মৃতদেহ উদ্ধার করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৬-১০-২০

,