শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার গোপালনগর এলাকায় অটোরিকশার সঙ্গে বাইসাইকেলের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তি উপজেলার মনাকষা ইউনিয়নের পারচৌকা গ্রামের মকবুল হোসেনের ছেলে মোজাম্মেল ওরফে মাজন (৬৫)। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে শ্যামপুর ইউনিয়নের গোপালনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ জানান, শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে বাইসাইকেল যোগে কানসাট বাজার যাচ্ছিল মাজন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে বাইসাইকেল মাজনের মৃত্যু হয়। এ ঘটনায় অটোরিকশা উল্টে এক যাত্রী আহত হয়। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসতপালে পাঠানো হয়।  নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় সংশ্লিষ্ট চেয়ারম্যানের সমন্বয়ে পরিবারের সদস্যদের নিকট মৃত দেহ হস্তান্তর করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৬-১০-২০

,