নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ

চাঁপাইনবাবগঞ্জে নারী ধর্ষণ ও নারী নির্যাতনবিরোধী র‌্যালি ও সমাবেশ করেছে পুলিশ। শনিবার সকালে পুলিশ সুপারের কার্যালয় থেকে বিট পুলিশিংয়ের আয়োজনে র‌্যালি বের করা হয়। র‌্যালিতে পুলিশ সদস্য ছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংষ্কৃতিককর্মীরা অংশ নেন।
পরে র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে চাঁপাইবাবগঞ্জ ক্লাবে (টাউনক্লাব) সমাবেশ মিলিত হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহম্মদ মাহবুব আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, রাজশাহী রেঞ্জ রিজার্ভ ফোর্সের কামন্ডার শেখ মোহাম্মদ মিজানুর রহমান,  জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন, মুক্তিযোদ্ধা মনিম উদ দোলা চৌধুরী, শাহনেয়ামতুল্লাহ কলেজের ইংরেজী বিভাগের প্রভাষক নওসাবাহ নওরিন নেহা, গৌড়া বাংলার সম্পাদক হাসিব হোসেন, জেলা পরিষদ সদস্য সান্তনা হক, জেলা কৃষক লীগের সভাপতি আব্দুস সামাদ বকুল, গ্রামীণ ট্রাভেলস এর চেয়ারম্যান মোখলেসুর রহমান, সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন, সাংবাদিক ডাবলু কুমার ঘোষ, জেলা ছাত্রলীগের সভাপতি আরিফুর রেজা ইমন ও শিক্ষার্থী মুনিরা খাতুন।
এদিকে জেলার ৫ উপজেলায় একযোগে ৫৯টি বিট পুলিশিংয়ের আয়োজনে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৭-১০-২০