মুক্তমহাদল ভবনে অনুষ্ঠিত হলো জেলা স্কাউটসের নির্বাহী কমিটির সভা
বাংলাদেশ স্কাউটস চাঁপাইনবাবগঞ্জ জেলার নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে মুক্তমহাদল ভবনে বাংলাদেশ স্কাউটস চাঁপাইনবাবগঞ্জ জেলার কমিশনার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ কে এম তাজকির উজ জামানের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ। সভায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ স্কাউটস এর সহকারী লিডার ট্রেনার মোসফিকুর রহমান, জেলা শিক্ষা অফিসার সাইফুল মালেক, মাধ্যমিক শিক্ষা অফিসার তৌফিকুল ইসলাম, জেলা স্কাউটস এর সম্পাদক গোলাম রশিদসহ বিভিন্ন উপজেলার স্কাউটস্ এর সম্পাদকগণ উপস্থিত ছিলেন।
সভায় জাতি ও সমাজ গঠনে স্কাউট আন্দোলনকে এগিয়ে নিতে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৭-১০-২০