চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন


চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে দ্বারিয়াপুর ট্রাক টার্মিনাল এলাকায় এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক কৃষিবিদ রোকন উজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি আব্দুল ওদুদ, পৌর আওয়ামী লীগের সভাপতি শরিফুল আলম ও সাধারণ সম্পাদক এ্যাড. মিজানুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ আব্দুল জলিল ও মোখলেসুর রহমান, জেলা যুবলীগ ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শহীদুল হুদা অলক, সাবেক ছাত্রলীগ নেতা আবু সুফিয়ান, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাসিরুল ইসলাম, পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অংক।
সম্মেলনে শাফিকুল আলমকে সভাপতি ও নাসিরুল ইসলাম নাসিমকে সাধারণ সম্পাদক করে ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি শরিফুল আলম এই তথ্য নিশ্চিত করেছেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৫-১০-২০